ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মাশরাফিরা রাজনীতিতে এলে সংসদের চেহারা পরিবর্তন হয়ে যাবে: আমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫৮, ২০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার মতো ছেলেরা রাজনীতিতে এলে  সংসদের চেহারা পরির্বতন হয়ে যাবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১৪ ও ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুইটি মনোনয়ন ফরম কেনেন আমিনুল হক।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার নৌকার মনোনয়ন ফরম কিনেছেন, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাকে স্বাগত জানাই। সে অত্যন্ত ভালো ছেলে। আমি মনে করি মাশরাফির মতো ছেলেরা রাজনীতিতে আসলে পার্লামেন্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে।

 

 টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি